পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুর সদর থানা পুলিশ চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ আন্তঃবিভাগ চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার ভোররাতে পিরোজপুর সদর এবং নেছারাবাদ উপজেলা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাপ্পি ওরফে সুমন রায় (৩৮), নেছারাবাদ উপজেলার কামরুল (২৪) ও মেহেদি হাসান (৩৮), এবং যশোরের মুন্না মুন্সি (২৪)।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান জানান, গত ২১ নভেম্বর পিরোজপুর পৌরসভার মুসলিম পাড়ায় একটি ভাড়া বাসার সামনে থেকে হাবিবুর রহমান নামে এক সংবাদকর্মীর মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় হাবিবুর রহমান পিরোজপুর সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্রটিকে শনাক্ত করে। পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মার নেতৃত্বে পুলিশ প্রথমে সুমন রায়, মুন্না ও কামরুলকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী নেছারাবাদের পশ্চিম বিন্না গ্রামে মেহেদি হাসানের বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং তাকেও গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত এই চক্রটি দীর্ঘদিন ধরে পিরোজপুরসহ বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে অন্যত্র বিক্রি করে আসছিল। এর আগেও পিরোজপুর থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল যশোর থেকে উদ্ধার করা হয়।