ডেস্ক রিপোর্ট ॥ ডাচ-বাংলা ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য আগামী ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে এই সাময়িক বিরতি কার্যকর হবে।
ডাচ-বাংলা ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন বিভাগ বুধবার (৪ ডিসেম্বর) এই বিরতির অনুমোদন দেয়। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার অধীনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আপগ্রেডেশনের সময় ব্যাংকের কোনো ধরনের লেনদেন পরিচালনা করা যাবে না। এতে ব্যাংকের গ্রাহকদের সাময়িক অসুবিধা হতে পারে। তবে কোর ব্যাংকিং সফটওয়্যার উন্নত করার এই পদক্ষেপ ভবিষ্যতে আরও কার্যকর ও গ্রাহক-বান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।
ডাচ-বাংলা ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের কাছে এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং লেনদেন কার্যক্রম ৬ জানুয়ারি থেকে পুনরায় শুরু হবে। গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, সফটওয়্যার আপগ্রেডেশনের ফলে তাদের কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে এবং গ্রাহকসেবা আরও নিরাপদ ও দ্রুততর হবে।