কক্সবাজার প্রতিনিধি ॥ কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া এলাকায় দুই কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত কৃষকরা হলেন জাকির হোসেন (৪৫) এবং জহির (৫০)।
ঘটনার সূত্রে জানা যায়, অপহরণকারীরা পাহাড়ি এলাকা থেকে ফাঁকাগুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং জাকির ও জহিরকে জিম্মি করে নিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা দলবদ্ধভাবে পাহাড়ে অভিযান চালায়। অভিযানের সময় পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তিনজন আহত হন। আহতরা হলেন সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০), এবং মো. সাকিব (১২)।
স্থানীয় জনগণের তৎপরতায় এক অপহরণকারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি কম্বনিয়াপাড়া এলাকার এজাজার মিয়ার ছেলে সাদ্দাম (২৭)। তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সাংবাদিক সাইফুদ্দীন আল মোবারক জানান, পুলিশের একার পক্ষে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণ বন্ধ করা সম্ভব নয়। তিনি যৌথ বাহিনী গঠনের মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, অপহরণের খবর পেয়ে পুলিশের একটি টিম হোয়াইক্যং ফাঁড়ি থেকে অভিযান চালাচ্ছে। র্যাব ও পুলিশ যৌথভাবে অপহৃতদের উদ্ধারে কাজ করছে।