হিজলা প্রতিনিধি ॥ বরিশালের হিজলা উপজেলার চরমেমানিয়া এলাকার মেঘনার শাখা নদীতে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায়, নেটজাল দিয়ে মাছ শিকারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

উক্ত ঘটনায় ৮ জন আহত হয়েছেন। সংর্ঘষে আহতদের সকলকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন শাহেআলম দর্জি(৪৫), সাইদুল দর্জি(১৮),সাকিল দর্জি(২৫), আজিজুল দর্জি (৩০), রেনু বেগম(৪০), লিটন বেপারী(২৬),খালেদা বেগম(৩০), হিরন দর্জি(৫৫)।

সংঘর্ষের ঘটনায় আহত শাহেআলম দর্জি জানান , নদীর পাড়ে তাদের নিজস্ব জমিতে নেটজাল দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন তারা। তাদের সেই স্থানে আজকে লিটন বেপারী, সাহিন, মামুন সহ কয়েকজন জোড়পূর্বক জাল পাতে। তখন তারা বাধা দিলে তাদের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে।

ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত লিটন বেপারী জানান, আমরা একদিনের জন্য সেখানে জাল দিয়ে মাছ শিকারে যাই।জমির মালিকরা বাধা সৃষ্টি করলে সংর্ঘষের ঘটনা ঘটে।

এ ব্যাপারে হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, অবৈধ নেটজাল দিয়ে মাছ শিকারকে কেন্দ্র করে সংর্ঘষের সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *