ঢাকা: ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং উগ্র হিন্দুবাদী আগ্রাসনের বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নেতৃত্বে মঙ্গলবার নয়াপল্টন থেকে শুরু হওয়া এই মিছিল নাইটিঙ্গেল মোর ঘুরে ফের নয়াপল্টনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সহ আরও বেশ কয়েকজন নেতা কর্মী অংশগ্রহণ করেন।

বক্তব্যে রিজভী ভারতের তীব্র সমালোচনা করে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রতি এই ধরনের হামলা অগ্রহণযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *