বর্তমানে সরকারি চাকরিতে ৪ লাখ ৭৩ হাজার ১টি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, শূন্যপদ পূরণে কী কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে, ১৫ কার্যদিবসের মধ্যে তা জানাতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে।

এছাড়া, সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ৬৮৮টি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে, বিপিএসসি শুধু প্রথম শ্রেণির নন-ক্যাডার ও সীমিত সংখ্যক দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের নিয়োগ দেয়। অন্য শূন্যপদগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধীন দপ্তর বা সংস্থা থেকে পূরণ করা হয়।

চিঠিতে আরও বলা হয়েছে, সরকারের অনুমোদিত শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ১টি, এবং এসব পদ দ্রুত পূরণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *