মাদারীপুর প্রতিনিধি ॥ মাদারীপুরে পিকআপ ভ্যান ও দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে গিয়াস উদ্দিন হাওলাদার (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার বিকেলে মাদারীপুর-শরিয়তপুর মহাসড়কের সদর উপজেলার মঠেরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত গিয়াস উদ্দিন সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিরবাজার এলাকার আলেফ উদ্দিন হাওলাদারের ছেলে। আহতরা হলেন সদর উপজেলার বৈরাগীরহাট এলাকার আলেম বেপারী, দুধখালী এলাকার দাদন বেপারী (৫০) এবং একই এলাকার দোলোয়ার খান (৫১)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শরিয়তপুরের মনোহর বাজার থেকে গরু নিয়ে পিকআপ ভ্যানে মাদারীপুর ফিরছিলেন কয়েকজন ব্যবসায়ী। মঠেরবাজার এলাকায় পিকআপটি সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান গিয়াস উদ্দিন। আহত তিনজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক আব্দুল আহাদ জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অখিল সরকার জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *