Oplus_0

ডেক্স রিপোর্ট :  দীর্ঘ নয় মাস পর সেন্ট মার্টিন নৌরুটে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। রবিবার (১ ডিসেম্বর,২০২৪) সকাল ১১ টায় কক্সবাজারের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে ৬৫৩ যাত্রী নিয়ে বার আউলিয়া নামক জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হয়েছে।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হওয়ায় পর্যটকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে, নাফ নদীতে ডুবোচর জেগে ওঠা ও মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে কক্সবাজার শহর থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল শুরুর কথা থাকলেও যাত্রী সংকটের কারণে তা কিছুদিন বন্ধ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *