ডেস্ক রিপোর্ট ॥ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় অবস্থিত আইএলএস মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে। স্থানীয় জনগণের বিক্ষোভের মুখে হাসপাতালটি এ সিদ্ধান্ত নেয়।
শনিবার (৩০ নভেম্বর) আইএলএস হাসপাতালের সামনে স্থানীয়রা বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। তাদের দাবি মেনে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের জন্য চালু থাকা বিশেষ হেল্প ডেস্ক বন্ধ করে দেয়। হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, স্থানীয়দের দাবির সঙ্গে তারা একমত এবং বাংলাদেশিদের চিকিৎসাসেবা বন্ধ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
এ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন বিজেপি-র রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্ববর্তী টুইটার) বলেন, বাংলাদেশি রোগীদের স্বাস্থ্যসেবা বন্ধ করার উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছেন। তার মতে, গোটা ভারতের উচিত বাংলাদেশকে সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত করা।
এর আগে, পশ্চিমবঙ্গের জেএন রায় হাসপাতালও সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন এবং ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয়। এখন ত্রিপুরার আইএলএস হাসপাতালও একই পথ অনুসরণ করল।
ত্রিপুরার বিভিন্ন হাসপাতাল ও চেকপোস্টে বাংলাদেশি রোগীদের জন্য হেল্প ডেস্ক ছিল। এসব সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবার জন্য অন্যত্র যেতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের মানুষদের জন্য এটি বাড়তি ভোগান্তি তৈরি করবে।