ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেছেন, আমাদের প্রধান কাজ হচ্ছে জনগণের সেবা প্রদান। তিনি আরও বলেন, পুলিশ বাহিনীকে দেশের মানুষের জন্য ইতিবাচক কাজ করে তাদের প্রতি বিশ্বাস অর্জন করতে হবে এবং পুলিশের ভাবমূর্তি উচ্চতায় নিয়ে যেতে হবে।
শনিবার (৩০ নভেম্বর ২০২৪) সকালে মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শহীদ এসআই শাহজাহান মিলনায়তনে আয়োজিত কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “সব কষ্ট ভুলে গিয়ে আমাদের একমাত্র লক্ষ্য হবে দেশের মানুষের সেবা করা।” তিনি সকল পুলিশ সদস্যদের প্রতি পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
কল্যাণ সভায় ডিএমপি কমিশনার সকল পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধা শুনে কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান প্রদান করেন এবং অন্যান্য বিষয়গুলো দ্রুত সমাধানে আশ্বস্ত করেন।
এছাড়া সভায় প্রয়াত শহীদ পুলিশ সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এসময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।