Oplus_0

ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে আরব আমিরাতে বিক্ষোভ করায় গ্রেফতার হওয়া ৭৫ বাংলাদেশিকে মুক্তি দিয়েছে দেশটির সরকার। এ নিয়ে দেশটি মোট ১৮৮ জনকে মুক্তি দিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সরওয়ার আলম শুক্রবার (২৯ নভেম্বর) তার ফেসবুক পোস্টে জানান, জুলাই-আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতাকে হত্যাযজ্ঞ ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভে অংশগ্রহণ করায় এই বাংলাদেশি শ্রমিকদের আটক করা হয়েছিল।

তিনি বলেন, “আজ ৭৫ প্রবাসী বাংলাদেশি মুক্তি পেয়েছেন, এবং এ পর্যন্ত মোট ১৮৮ জনকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার।”

এছাড়া, গত ৩ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, ২৮ আগস্ট আমিরাত প্রেসিডেন্টের সঙ্গে এক টেলিফোন আলোচনায় ৫৭ বাংলাদেশির শাস্তি মওকুফের বিষয়টি উঠে আসে। প্রধান উপদেষ্টা আমিরাত প্রেসিডেন্টের কাছে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করার অনুরোধ করেছিলেন এবং প্রেসিডেন্ট তার কথা রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *