ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিষয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সতর্ক করেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে। ইউজিসির পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ) ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব বিশ্ববিদ্যালয়ের অনিয়মের কারণে বা অবৈধ কার্যক্রম পরিচালনার জন্য ভর্তির অনুমোদন স্থগিত করা হয়েছে।

ইউজিসির তথ্যমতে, তিনটি বিশ্ববিদ্যালয় তাদের অবৈধ ক্যাম্পাস ও শিক্ষা কার্যক্রম পরিচালনার কারণে সতর্কতার তালিকায় রয়েছে। এগুলো হলো: ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, এবং দি ইউনিভার্সিটি অব কুমিল্লা।

এছাড়া, নির্ধারিত সময়ে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম স্থানান্তর করতে ব্যর্থ হওয়ায় ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশে নতুন শিক্ষার্থী ভর্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রাজধানীর সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বোর্ড অব ট্রাস্টিজ গঠনে জটিলতা ও মামলা থাকায় ভর্তি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

মামলা, ক্যাম্পাস বন্ধ, এবং ইউজিসির আরোপিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ার কারণে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং কুইন্স ইউনিভার্সিটিতেও নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে।

ইউজিসি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, অবৈধভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে শিক্ষার্থীরা প্রতারিত হতে পারে। পরবর্তীতে কোনো আইনগত জটিলতা সৃষ্টি হলে এর দায়ভার ইউজিসি বহন করবে না। শিক্ষার্থীদের ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সার্টিফিকেটে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত ভাইস চ্যান্সেলর ও পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। বর্তমানে ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭৪টি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির নিয়োগকৃত উপাচার্য রয়েছেন। ইউজিসি এসব তথ্য তাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করে থাকে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের ইউজিসির ওয়েবসাইট (www.ugc.gov.bd) থেকে বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামের অনুমোদিত তালিকা যাচাই করার জন্য আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *