ডেক্স রিপোর্ট: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর সঙ্গে সংশ্লিষ্ট ১৭ জনের ব্যাংক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ ব্যাংকগুলোর কাছে এ নির্দেশনা পাঠায়। এতে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন–২০১২–এর ২৩(১)(গ) ধারায় ইসকন ও এর সংশ্লিষ্ট ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবের লেনদেন স্থগিত রাখা হয়েছে।
এছাড়া, সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর হিসাব সংক্রান্ত তথ্য আগামী ৩ কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য বলা হয়েছে।