চট্টগ্রাম কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরীকে বদলি করা হয়েছে। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় সহিংসতা ঘটার পর এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বৃহস্পতিবার এই বদলির আদেশ দেন। নতুন ওসি হিসেবে কোতোয়ালী থানায় পদায়ন করা হয়েছে নগর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. আব্দুল করিমকে।
এছাড়া, গত বুধবার সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার লিয়াকত আলী খানও বদলি হন। ৫ আগস্ট পরবর্তী ওসি পদে রদবদল করার সময় ফজলুল কাদের চৌধুরী কোতোয়ালী থানায় দায়িত্ব পেয়েছিলেন।