ডেস্ক রিপোর্ট ॥ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি সংগঠনের সহিংস বিক্ষোভের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে বঙ্গীয় হিন্দু জাগরণের সমর্থকরা কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে হাইকমিশনের সীমানায় প্রবেশ করেন। সহিংস হয়ে ওঠা বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ায়।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও, ডেপুটি হাইকমিশনের কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং দেশের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনাটি অত্যন্ত জঘন্য। বাংলাদেশ সরকার এ ঘটনায় তীব্র নিন্দা জানায় এবং ভারত সরকারের প্রতি আহ্বান জানায়, যেন ভবিষ্যতে এমন কোনো ঘটনা না ঘটে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনসহ ভারতে অন্যান্য কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কূটনৈতিক সম্পর্কের সুরক্ষায় যেকোনো ধরনের সহিংস কার্যকলাপের প্রতি বাংলাদেশ সরকার স্পষ্টতই বিরোধিতা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *