বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে ৩,৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া, নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি এই তথ্য জানান।
এদিকে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গতকাল (বুধবার) নতুন করে প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২১,৩৯৭ জন প্রার্থী। গত ৯ মে প্রথমে ৪৬তম বিসিএসের ফল প্রকাশিত হলেও, গত ১৮ নভেম্বর পিএসসির নতুন কমিশনের সদস্যরা বৈষম্য দূর করতে আরও প্রার্থীকে উত্তীর্ণ করে লিখিত পরীক্ষায় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান জানান, ৪৭তম বিসিএসের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এটি নতুনভাবে শুরু হচ্ছে। প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে, নন-ক্যাডার পদে ৩২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।