ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে দ্বিতীয় দফায় ট্রাকের ধাক্কা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দাবি করেছেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
সারজিস আলম জানান, ২৮ নভেম্বর চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ী এলাকায় হাসনাতের গাড়িতে ট্রাকের আঘাত আসে। আগের দিন চট্টগ্রামে দুর্ঘটনার শিকার হয়ে তারা ঢাকা ফিরছিলেন, এবং বৃহস্পতিবার সকালেও হামলার চেষ্টা করা হয়।
এ ঘটনায় সারজিস আলম উদ্বেগ প্রকাশ করে বলেন, “বিষয়টি ষড়যন্ত্রের অংশ, হাসনাতকে হত্যার চেষ্টা করা হচ্ছে। আমরা মরতে শিখেছি, এই নতুন বাংলাদেশের ভবিষ্যৎ কেউ বন্ধ করতে পারবে না।”
এছাড়া, বুধবার সন্ধ্যায় চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ঢাকায় ফেরার পথে আরেকটি দুর্ঘটনায় পড়ে হাসনাত ও সারজিসের গাড়ি বহর। তবে এতে কেউ হতাহত হয়নি।