ডেক্স রিপোর্ট: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সারজিস আলমের বহরের একটি গাড়ি সড়ক দুর্ঘটনায় পড়েছে। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও হাসনাত এবং সারজিস অক্ষত রয়েছেন।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাউসুদ সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, তাদের গাড়ি বহরে ট্রাক দিয়ে আঘাত করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। তিনি এই ঘটনার পেছনে ইসকন এবং ভারতীয় ‘র’ এর হাত রয়েছে বলে অভিযোগ করেছেন।
চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানিয়েছেন, ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে কোনো হতাহত হয়নি এবং ট্রাকটি লোহাগাড়া থানা পুলিশ আটক করেছে।