চট্টগ্রামে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এক কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এই মানবিক উদ্যোগের কথা জানান। তিনি বলেন, “এ উদ্যোগের মাধ্যমে আমরা শহিদ আলিফের পরিবারের পাশে দাঁড়িয়ে, তার ছোট্ট মেয়ের পড়াশোনা, স্ত্রীর চিকিৎসা, এবং পরিবারটির ভবিষ্যতের জন্য সহায়তা প্রদান করতে চাই।”
ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লাখ টাকা দিয়ে এই সহায়তার যাত্রা শুরু হয়েছে এবং এর মাধ্যমে দেশ-বিদেশ থেকে যে কেউ সহায়তা প্রদান করতে পারবেন। আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে, উত্তোলিত পুরো সহায়তা শহিদ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।