হিলি প্রতিনিধি : দেশের চলমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার সনাতন ধর্মাবলম্বী অধ‍্যুষিত কয়েকটি এলাকা ও মন্দির পরিদর্শন করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিরামপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বী অধ‍্যুষিত কয়েকটি এলাকা ও মন্দির পরিদর্শন করা হয়।

এসময় উপস্থিত বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নুজহাত তাসনীম আওন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল মশিহ্ উদ্দিন আহমেদ, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী ও তন্ময় হোসেনসহ আরো অনেকে।

পরিদর্শন শেষে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন জানান, বিরামপুর উপজেলায় সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিতে করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

লেফটেন্যান্ট কর্ণেলমশিহ্ উদ্দিন আহমেদ জানান, দেশ ও দেশের মানুষের জন্য সেনাবাহিনী আস্থার সাথে কাজ করে যাচ্ছে এবং সবসময় দেশের মানুষের সেবায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক জানান, দেশের সাম্প্রতিক ঘটনায় বিরামপুরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *