নাটোর প্রতিনিধি ॥ নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাবনা-নাটোর মহাসড়কের গড়মাটি এলাকায় মুচিপাড়া নামক স্থান থেকে এক অজ্ঞাত (৩৫) যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান, স্থানীয়রা প্রথমে মহাসড়কের পাশে লুঙ্গি দিয়ে মোড়ানো একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। উদ্ধার করা মরদেহের সঙ্গে একটি ব্যাগ ও একটি মোবাইল ফোন পাওয়া যায়। ওই যুবকের পরনে ছিল গ্যাঞ্জি ও লুঙ্গি।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি হত্যাকাণ্ড। অজ্ঞাত ব্যক্তি হত্যার পর কেউ মরদেহটি মহাসড়কের পাশে ফেলে গেছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার ওসি আরও জানান, “মরদেহের পাশ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন ও ব্যাগটি তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে। ধারণা করা হচ্ছে, হত্যাকারী বা সংশ্লিষ্টরা কোনোভাবে মরদেহটি এখানে রেখে গেছে। ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম এ ঘটনাকে একটি হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “মরদেহের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। এর পেছনের কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে। আশা করি, দ্রুত তথ্য পাওয়া যাবে।”