নাটোর প্রতিনিধি ॥ নাটোরে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে শহরের মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা এবং তাদের মূল পেশা ছিনতাই।

গ্রেপ্তার হওয়া নারীরা হলেন পারুল বেগম (৩০), নাইমা বেগম (২৮), মাফিয়া বেগম (২০), সমা বেগম (৩০), এবং লাভলি বেগম (২০)। তাদের সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ছিনতাইয়ের শিকার বড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাজনাজ খানম জানান, তিনি কানাইখালী বাস স্ট্যান্ড থেকে একটি অটোরিকশায় চড়ে কালেক্টরেট স্কুলে যাচ্ছিলেন। যাত্রাপথে পাঁচজন নারী একই অটোরিকশায় ওঠেন। মাদ্রাসা মোড়ে পৌঁছালে একজন নারী অসুস্থতার অজুহাতে তার ঘাড়ে হাত রাখেন এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন খুলে নেওয়ার চেষ্টা করেন। অন্য নারীরা এসময় তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

তিনি চিৎকার শুরু করলে ঘটনাস্থলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা এগিয়ে আসেন। শাজনাজ খানম তাদের ছিনতাইয়ের বিষয়ে জানানোর পর ট্রাফিক পুলিশ পাঁচজনকে আটক করে। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের সদস্য। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”

এ ঘটনায় শাজনাজ খানম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এই চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *