বিনোদন ডেস্ক ॥ ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন। তাঁর অভিনীত নতুন সিনেমা ‘রঙ্গনা’ ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। প্রথম লটের শুটিং শেষে সিনেমাটির দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। নতুন চরিত্রের প্রয়োজনে নিজের শরীরে ব্যাপক পরিবর্তন এনেছেন শাবনূর, যা ইতোমধ্যেই ভক্তদের নজর কেড়েছে।

রোববার (২৩ জুন) শাবনূর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তিনি শরীরের অতিরিক্ত মেদ ঝেড়ে ফেলেছেন এবং আগের চেয়ে অনেক বেশি স্লিম লুকে হাজির হয়েছেন। জানা গেছে, সিনেমার চরিত্রে মানিয়ে নিতে এই পরিবর্তন এনেছেন তিনি।

‘রঙ্গনা’ সিনেমার পরিচালক আরাফাত শাবনূরের এই রূপান্তরকে ভীষণ ইতিবাচকভাবে নিয়েছেন। শাবনূরের শেয়ার করা ছবিগুলোর একটি শেয়ার করে তিনি লিখেছেন, “দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে।” ছবির শুটিং ও প্রস্তুতি নিয়ে পরিচালক বেশ আশাবাদী।

পরিচালকের মতে, শাবনূর নিজেকে নতুন করে গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা করেছেন, তা সিনেমায় তাঁর অভিনয় এবং চরিত্রের গভীরতা ফুটিয়ে তুলতে সাহায্য করবে। এমন পরিবর্তন প্রমাণ করে, শাবনূর শুধু ঢালিউডের আইকন নন, বরং তিনি একজন পেশাদার অভিনেত্রী যিনি নিজের কাজের প্রতি ভীষণ মনোযোগী।

শাবনূরের শেয়ার করা নতুন ছবি ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। তাঁদের অনেকেই মন্তব্য করেছেন যে শাবনূর আবারও পর্দায় আগের মতো ঝলমলে উপস্থিতি দেখাবেন। অনেকে বলেছেন, পুরোনো শাবনূরের সেই অভিনয়ের জাদু আবারও ফিরবে।

বিশেষ করে যাঁরা শাবনূরের চলচ্চিত্রে বেড়ে উঠেছেন, তাঁরা তাঁর কামব্যাক নিয়ে বেশ রোমাঞ্চিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর পরিবর্তন নিয়ে আলোচনা চলছে, যা সিনেমাটির প্রতি বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

‘রঙ্গনা’ সিনেমাটি নিয়ে এখনও খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, এটি একটি সামাজিক ও রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি হচ্ছে। শাবনূরের চরিত্রটি সিনেমার কেন্দ্রবিন্দুতে থাকবে, এবং তাঁর এই নতুন লুক চরিত্রটিকে আরও প্রাণবন্ত করবে।

প্রথম লটের শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে এবং শিগগিরই দ্বিতীয় লটের কাজ শুরু হবে। নির্মাতা দল ও অভিনেত্রীর এই প্রস্তুতি সিনেমাটির সফলতার আভাস দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *