ডেক্স নিউজ: চট্টগ্রামের আদালতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতভর কোতোয়ালী, পাথরঘাটা, বান্ডেল কলোনীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদের গ্রেপ্তার করে। আটককৃতদের কোতোয়ালী থানা হাজতে রাখা হয়েছে এবং তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন এবং অন্তত ৩৭ জন আহত হন, তাদের মধ্যে ১০ জন পুলিশ সদস্য। আইনজীবীরা এখন নিহত সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আদালত বর্জন কর্মসূচী পালন করছেন।