বরিশাল প্রতিনিধি ॥ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বরিশালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বরিশালের আদালত চত্বর, ব্রজমোহন কলেজ, এবং শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুপুর দেড়টায় বরিশাল আদালত চত্বরে বিএনপি সমর্থিত আইনজীবীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তারা সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বলেন, “চট্টগ্রামের আদালত চত্বরে ইস্কনের হামলায় আইনজীবী সাইফুল ইসলামের নির্মম মৃত্যু আমাদের হতবাক করেছে। এ হত্যাকাণ্ড প্রমাণ করে, ইস্কন একটি জঙ্গি সংগঠন হিসেবে কাজ করছে। এদের পেছনে শেখ হাসিনার মদদ রয়েছে। আমরা ইসকন নিষিদ্ধের দাবি জানাই।”

এর আগে দুপুর ১২টায় ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা নগরের অশ্বিনী কুমার হলের সামনে সড়কে প্রতিবাদ সমাবেশ করেন। শিক্ষার্থীরা আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং ইসকন নিষিদ্ধ করার জোর দাবি তোলেন।

মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসেও ইস্কনের বিরুদ্ধে কয়েক দফা প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা। এসময় বক্তারা বলেন, “দেশে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর জন্য ইসকন বারবার উসকানিমূলক কার্যকলাপ করছে। এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *