বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, সেনাবাহিনীর হিজলা ক্যাম্প ইনচার্জ, কোস্টগার্ডের সিসি, হিজলা নৌপুলিশ ফাঁড়ির প্রতিনিধি, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সহ সভা সংশ্লিষ্ট অন্যান্য সদস্যবৃন্দ।
সভায়-নদীতে পণ্যবাহী জাহাজে চাঁদাবাজি, জাটকা অভিযান, ইভটিজিং, শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ চুরি, মাদক, নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, চরের মাটি অবৈধভাবে কাটা, এই মৌসুমে ধানকাটা নিয়ে সংঘর্ষের আশংকা ইত্যাদি বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়েছে।