বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংবিধান সংশোধনের জন্য ৬২টি প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃজন, এবং গণভোটের বিধান পুনঃপ্রবর্তন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজের কাছে তাদের লিখিত প্রস্তাব জমা দেয় বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “সংবিধানের ৬২টি জায়গায় সংশোধনীর প্রস্তাব দেওয়া হয়েছে, যা জনগণের আকাঙ্ক্ষা এবং দেশের বর্তমান বাস্তবতা বিবেচনায় করা হয়েছে।” তিনি আরও জানান, বিএনপি তাদের প্রস্তাবনায় সংবিধানে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেছে এবং ক্ষমতার ভারসাম্য সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপের প্রস্তাব দিয়েছে।
সংবিধান সংশোধন কিভাবে হবে, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করবে এবং সবার মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”