ঢাকা :গত ১৬ নভেম্বর ২০২৪ তারিখে ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্র অভিজিৎ হাওলাদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। দুই দিন পর ১৮ নভেম্বর, তিনি চিকিৎসার মধ্যে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুকে কেন্দ্র করে পরবর্তীতে হাসপাতালে ভাঙচুর ও দাঙ্গার ঘটনা ঘটে, যা ২০ নভেম্বর এবং ২৪ নভেম্বর পুনরায় সংঘটিত হয়। ২৫ নভেম্বর ঢাকা শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালায়। এতে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন, তবে সামাজিক মাধ্যমে দুইজন নিহত হওয়ার খবর অপপ্রচার বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবে মারমুখী শিক্ষার্থীরা পুলিশি বাধা অতিক্রম করে কলেজে হামলা চালায় এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজেও ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে এবং সকলকে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *