ডেক্স নিউজ: চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভের সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
বিক্ষোভকারীরা আদালত চত্বরের বাইরে গিয়ে পুলিশের ওপর ইট নিক্ষেপ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চট্টগ্রামে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে এবং তাকে কারাগারে পাঠানোর পর বিক্ষোভকারীরা আদালত চত্বরে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।