ডেস্ক রিপোর্ট ॥ চট্টগ্রাম বন্দর শহরে একজন আইনজীবীকে নৃশংস হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

আজ এক বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, “এই নির্মম হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং তা দেশের শান্তি ও সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। সরকার যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।”

তিনি দেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ধৈর্য ধরুন এবং যেকোনো অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকুন। শান্তিপূর্ণ সমাজ গঠনে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে বন্দর শহরের নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে দুর্বল এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কোনো ধরনের গাফিলতি বরদাশত করবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *