বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর এসজিপি, এসইউপি, এমবিবিএস, এমফিল, এমপিএইচ, এমডিএম। স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে বরিশালের দীর্ঘদিনের দাবি পূরণে সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১টায় তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।
হাসপাতালের উপপরিচালক ডা. এস. এম. মনিরুজ্জামান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. মো. রেজওয়ানুর আলম, সিনিয়র স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েমসহ চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।
গত ৭ নভেম্বর মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীরকে এ দায়িত্ব দেওয়া হয়। এ পদে যোগ দেওয়ার মাধ্যমে তিনি হাসপাতালের ৬৮তম পরিচালক হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন।
ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন। তিনি হাসপাতাল ব্যবস্থাপনায় স্নাতকোত্তর, এমফিল এবং দুর্যোগ ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
ঢাকা, বগুড়া এবং রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি আর্মড ফোর্সেস মেডিকেল স্টোর এবং ডিপো পরিচালনা করেছেন। ফিল্ড মেডিকেল ইউনিট এবং বিডিআর ও বিজিবিতে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার।
জাতিসংঘের দুটি মিশনে অংশগ্রহণ এবং ১৮টি দেশের ভ্রমণের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে অভিজ্ঞতা অর্জন করেছেন। তার অসামান্য অবদানের জন্য সেনা গৌরব পদক এবং সেনা উৎকর্ষ পদকে ভূষিত হয়েছেন।
হাসপাতালের পরিচালকের দায়িত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একজন কর্মকর্তা নিয়োগের দাবি দীর্ঘদিন ধরে বরিশালবাসী ও হাসপাতালের শিক্ষার্থীরা জানিয়ে আসছিলেন। জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এ দাবি আরও জোরালো হয়। ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীরের যোগদানের মাধ্যমে সেই দাবি পূরণ হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরের যোগদান বরিশালের স্বাস্থ্যসেবার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। স্থানীয়রা আশা করছেন, তার নেতৃত্বে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা এবং ব্যবস্থাপনায় অভূতপূর্ব উন্নতি হবে। ব্রিগেডিয়ার জেনারেল মুনীর তার সামরিক অভিজ্ঞতা এবং ব্যবস্থাপনায় দক্ষতা কাজে লাগিয়ে হাসপাতালের স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর এবং সংগঠিত করবেন।