ঢাকা: “বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ”র মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
আজ (২৫ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে তাকে ডিবির কার্যালয়ে নেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, একটি অভিযোগের রিক্যুইজিশনের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।