বরিশাল প্রতিনিধি ॥ ‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ এ স্লোগান নিয়ে বরিশালের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে দুই দিনব্যাপী তথ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি অধ্যক্ষ (অব.) গাজি জাহিদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “তথ্য অধিকার আইন ২০০৯ জনগণকে ক্ষমতায়ন করেছে। সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে তথ্য স্বেচ্ছায় প্রকাশ ও প্রয়োজনীয় তথ্য সরবরাহে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।” তিনি দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় এ আইনের যথাযথ প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক আরও জানান, এ আইনের ব্যাপক প্রচার ও বাস্তবায়নের জন্য সাধারণ মানুষকে সম্পৃক্ত করা জরুরি। তরুণ সমাজকে এ বিষয়ে সচেতন করতে সনাক ও ইয়েস গ্রুপের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান তিনি। পাশাপাশি, তথ্য প্রবাহ নিশ্চিত করতে জেলা থেকে শুরু করে গ্রাম পর্যায়েও কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা, এবং টিআইবির ক্লাস্টার কোঅর্ডিনেটর-সিভিল এনগেজমেন্ট মো. ফিরোজ উদ্দিন। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সনাক ও ইয়েস গ্রুপের সদস্যসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

মেলায় ২১টি স্টল স্থাপন করা হয়েছে, যেখানে বিভিন্ন প্রাতিষ্ঠানিক তথ্যভান্ডার ও ডকুমেন্টারি উপস্থাপন করা হচ্ছে। মেলার অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে রয়েছে দুর্নীতিবিরোধী কুইজ, বিতর্ক প্রতিযোগিতা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *