জয়পুরহাট প্রতিনিধি ॥ জয়পুরহাটের পাঁচবিবিতে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বিকালে পত্নীতলা ব্যটালিয়নের অধীন কড়িয়া বিওপির কমান্ডার নায়েক রেজাউল করিমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৭/২৯ এস হতে ২০ গজ অভ্যন্তরে পশ্চিম কড়িয়া এলাকায় ২৮২ বোতল ফেনসিডিল ও ২২০০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক দ্রব্য ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় চোরাকারবারিরা।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো: ইকবাল হোসেন বলেন, মাদক ও গরুপাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।