আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে মাটি চাপা পড়ে জামিরুল ইসলাম (৪০) নামে এক শ্রমিকের করুন মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার চাপড়া গ্রামে। নিহত শ্রমিক উত্তর চাপড়া গ্রামের মামুদ আলীর ছেলে।
সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, , ঘটনার দিন সকাল থেকে জামিরুল তার ভাই ইমামুল ও চাচাতো ভাই আনারুল সহ আরো অনেকে চাপড়া হিন্দোল যুব সংঘের মাঠ সংলগ্ন এলাকায় মরিচ্চাপ নদীর খননকৃত মাটি কাটার কাজ করছিল। এক পর্যায়ে স্তুপ কৃত উপরের মাটি ধ্বস নেমে এলে সে মাটি চাপা পড়ে। তার পাশে থাকা ভাইয়েরা সহ ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় অন্যান্য শ্রমিকরা তাকে মাটি সরিয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
এরপর আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জামিরুলকে মৃত ঘোষণা করে।
এক ছেলে ও এক মেয়ের জনক নিহত শ্রমিকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।