ঢাকা: ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবিতে রিকশাচালকরা আজ সোমবার আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকাল সাড়ে ১০টার পর থেকে ঢাকার আগারগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন।
এদিকে, রাষ্ট্রপক্ষ আজ হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করেছে। এর আগে, বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের করা একটি রিটের ভিত্তিতে হাইকোর্ট এই আদেশ দিয়েছিল।
ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস জানান, রিকশাচালকদের এই বিক্ষোভের কারণে আগারগাঁও এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।