স্পোর্টস ডেস্ক ॥ সৌদি আরবের জেদ্দায় আয়োজিত দুই দিনব্যাপী আইপিএল মেগা নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য হতাশার চিত্র দেখা গেছে। সোমবার (২৫ নভেম্বর) নিলামের দ্বিতীয় দিনে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম উঠলেও তাদের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

আইপিএল নিলামের দ্বিতীয় দিন তোলা হয় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের নাম। চেন্নাই সুপার কিংসের হয়ে গত মৌসুমে পারফর্ম করা মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে এবার কোনো দল তাকে কেনার প্রস্তাব দেয়নি।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিলামে ওঠেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দল পাওয়া এই ক্রিকেটারকে নিয়ে প্রত্যাশা থাকলেও ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে কোনো দল তাকে দলে নেয়নি।

এবারের আইপিএল মেগা নিলামে ৫৭৭ জন ক্রিকেটারের নাম তালিকাভুক্ত করা হয়। প্রথম দিনে ৮৪ জন ক্রিকেটার তোলা হয় এবং দ্বিতীয় দিনে আরও ক্রিকেটারদের নিলামে নাম ওঠে। মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে ৭০ জন পর্যন্ত বিদেশি ক্রিকেটার হতে পারবেন।

বাংলাদেশ থেকে এবার মোট ১২ জন ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের কেউই দল পাননি। মোস্তাফিজ, যিনি অতীতে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নজরকাড়া পারফর্ম করেছিলেন, তার প্রতি আগ্রহহীনতা বাংলাদেশি সমর্থকদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *