হিজলা প্রতিনিধি ॥ বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদি ইউনিয়নের ১৭টি মৌজার ৪০ হাজার একর জমি ভূমি দস্যুদের দখলে। দীর্ঘ বছর ধরে ভূমি দস্যুদের দখলে থাকা এই জমি উদ্ধারের লক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা করেছেন রেকর্ডিয় সম্পত্তির মালিকগণ।
রবিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় মান্দ্রা বাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও হিজলা গৌরবদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফার তালুকদার।
হিজলা গৌরবদি ইউনিয়নের আহ্বায়ক আলহাজ্ব ফরিদ উদ্দিন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় জমির মালিকগণ জানান, বর্তমানে মিজান মাঝি গ্রুপ সম্পূর্ণ জমি দখল করে রেখেছে। এর আগে কোপা শামসু, হাশিম কারিকর এই জমি দখলে রেখেছিলো। ভূমি দস্যুরা কোনো দলের নয়, তারা সুবিধা লোভী। তারা জমির রেকর্ডিয় মালিকদের তাড়িয়ে দিয়ে নিজেদের দখলে রেখেছে সম্পূর্ণ জমি।
মালিকদের দাবি, সীমানা নির্ধারণ করে প্রকৃত মালিকগণ যাতে তাদের জমি ফিরে পেতে পারে সেজন্য সরকার এবং প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছেন।