সিরাজগঞ্জ প্রতিনিধি ॥ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
প্রত্যক্ষ দর্শীরা জানান, আজ সকালে উল্লাপাড়ার বগুড়া নগরবাড়ি সড়কের বোয়ালিয়া বাজার এলাকায় শাহজাদপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ আরোহী নিহত হন।
তাদের কাছে থাকা কাগজ পত্র যাচাই করে নাম ঠিকানা পাওয়া গেছে।
তাদের একজন উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী গ্রামের মো.শরিফুল ইসলাম এবং তার বন্ধু শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের নাঈম সরকার।
দূর্ঘটনার পর বগুড়া নগরবাড়ি রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ঘটনা স্থলের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং কিছু সময়ের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় প্রশাসন এবং এলাকার লোকজনের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উল্লাপাড়া থানা প্রশাসন ও লাশের স্বজনদের বিষয়টি অবহিত করা হয়েছে।