Oplus_0

ঢাকা:  ঢাকা মহানগরীতে বসবাসরত প্রায় দুই কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ডিএমপির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী। শনিবার (২৩ নভেম্বর,২০২৪) রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত কল্যাণ সভায় তিনি এ কথা বলেন।
কমিশনার বলেন, “যেকোনো পরিস্থিতিতে আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই। আমরা জনগণের শত্রু নই, আমরা জনগণের বিরুদ্ধে যেতে চাই না। আমরা এদেশের মানুষকে নিয়ে একত্রে মিলেমিশে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “ঢাকাবাসীকে সর্বোচ্চ নিরাপদে রাখার জন্য টিম ডিএমপি’র সকল সদস্য কাজ করে যাচ্ছে। ডিএমপির সকল সদস্যকে আরো আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।”
কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে কমিশনার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন এবং তাদের সুবিধা-অসুবিধধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *