বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক, সদস্য সচিব, প্রধান সংগঠক ও মুখপাত্রকে পদাধিকার বলে সদস্য করা হবে। এটি আন্দোলনের সাংগঠনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
নবঘোষিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১৮ সদস্য হলেন-
১. মো. মাহিন সরকার
২. রাশিদুল ইসলাম রিফাত
৩. নুসরাত তাবাস্সুম
৪. লুৎফুর রহমান
৫. আহনাফ সাঈদ খান
৬. তারেকুল ইসলাম (তারেক রেজা)
৭. তারিকুল ইসলাম
৮. মো. মেহেরাব হোসেন সিফাত
৯. আসাদুল্লাহ আল গালিব
১০. মোহাম্মদ রাকিব
১১. সিনথিয়া জাহিন আয়েশা
১২. আসাদ বিন রনি
১৩. নাঈম আবেদীন
১৪. মাহমুদা সুলতানা রিমি
১৫. ইব্রাহিম নিরব
১৬. রাসেল আহমেদ
১৭. রফিকুল ইসলাম আইনি
১৮. মঈনুল ইসলাম হাসনাত
গত ২২ অক্টোবর আন্দোলনের সমন্বয় দল বিলুপ্তির পর এই কমিটির ঘোষণা করা হয়। এর আগে চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, যাতে আহ্বায়ক হিসেবে হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব হিসেবে আরিফ সোহেল, প্রধান সংগঠক হিসেবে আবদুল হান্নান মাসুদ এবং মুখপাত্র হিসেবে উমামা ফাতেমা অন্তর্ভুক্ত ছিলেন।