আজ (২২ নভেম্বর ২০২৪), শুক্রবার, তেজগাঁওস্থ বিএএফ শাহীন হলে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন। সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে কিলো ফ্লাইটের ২৯ জন সদস্যসহ মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এবং প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন ঘাঁটির বিমানসেনারা। বিমান বাহিনী প্রধান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করে বক্তৃতা প্রদান করেন এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইট সদস্যদের সম্মানিত করেন এবং তাঁদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।