পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পৃথক ঘটনায় শতবর্ষী এক বৃদ্ধ এবং এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে পুলিশ উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

বৃদ্ধ সৈয়দ আলীর আত্মহত্যা
খোলপটুয়া গ্রামের শতবর্ষী সৈয়দ আলী আকন (১০৪) তার ছেলেদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার রাতে বিষপান করেন বলে অভিযোগ উঠেছে। তার মেয়ে খাদিজা বেগম জানান, দীর্ঘদিন ধরে তার ভাইরা তাদের বৃদ্ধ পিতার সঙ্গে দুর্ব্যবহার করে আসছিল। এসব সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। এ ঘটনায় খাদিজা ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মাদ্রাসা ছাত্রী লামিয়ার করুণ পরিণতি
অপরদিকে, উত্তর বালিপাড়া গ্রামের বালিপাড়া চান সিরাজিয়া মহিলা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তার (১৬) ১৫ নভেম্বর চাল সংরক্ষণের জন্য ব্যবহৃত বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।

লামিয়ার আত্মহত্যার পেছনে পারিবারিক বিবাহ এবং সম্পর্কের টানাপোড়েন কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। তার মামা সাইফুল ইসলাম জানান, চার মাস আগে তাকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তবে লামিয়ার অন্যত্র সম্পর্ক থাকায় অভিমানে এ ঘটনা ঘটেছে বলে সন্দেহ।

পুলিশের পদক্ষেপ
ইন্দুরকানী থানার ওসি তদন্ত মো. হিলাল উদ্দিন জানান, আত্মহত্যার খবর পেয়ে উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক দৃষ্টিকোণ
দুই ঘটনাই সমাজের পরিবারভিত্তিক সম্পর্ক এবং মানসিক চাপের বাস্তবতাকে সামনে এনেছে। বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক সহিংসতা এবং চাপ মোকাবিলায় সচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *