নাটোর প্রতিনিধি ॥ নাটোরের লালপুর উপজেলায় যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খালিদ হোসেন সরল উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং জাহাঙ্গীর হোসেনের ছেলে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি নিয়মিত মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান। তবে মামলার সুনির্দিষ্ট অভিযোগ বা এর পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
এদিকে গ্রেপ্তারের বিষয়ে যুবলীগের স্থানীয় ইউনিটের কোনো মন্তব্য পাওয়া যায়নি।