নওগাঁ প্রতিনিধি ॥ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবল দলের গর্বিত সদস্য আইরিন খাতুনকে নিজ জেলা নওগাঁয় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটি ও নওগাঁ জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক আইরিন খাতুনকে সম্মাননা স্মারক তুলে দেন। একই সঙ্গে নওগাঁ জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। এছাড়াও শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য শামীনূর রহমান, নওগাঁ জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাসুদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাবু এবং কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক বলেন, “নারী ফুটবল দলের সাফল্যে নওগাঁর মানুষ অত্যন্ত খুশি। বিশেষ করে নওগাঁর মেয়ে আইরিন এই দলের সদস্য হওয়ায় আমাদের গর্ব আরও বেড়েছে। আইরিন শুধু নওগাঁর নয়, পুরো বাংলাদেশের গর্ব। তার এই সাফল্য নতুন প্রজন্মের জন্য একটি বড় উদাহরণ হয়ে থাকবে।”

আইরিন খাতুনের এ সংবর্ধনা অনুষ্ঠানে তার সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, সাফ চ্যাম্পিয়নশিপে এই বিজয় কেবল ফুটবলে নয়, বাংলাদেশের নারী উন্নয়নের এক অনন্য উদাহরণ। তারা আশা প্রকাশ করেন, আইরিনের মতো খেলোয়াড়রা ভবিষ্যতে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবেন।

আয়োজকরা জানান, এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে নওগাঁ জেলার তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়বে এবং নতুন প্রজন্মের মেয়েরা আইরিন খাতুনের পদাঙ্ক অনুসরণ করতে অনুপ্রাণিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *