স্পোর্টস ডেস্ক ॥ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী বোলিং দিয়ে শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার (২২ নভেম্বর) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রতিপক্ষের রান আটকে রাখতে সফল হলেও উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ১৪ ওভার পর্যন্ত।

শুরুর দিকে ক্যারিবিয়ান ওপেনাররা টাইগার বোলারদের সমীহ করে খেলতে থাকেন। প্রথম ১২ ওভারে মাত্র ২৩ রান যোগ করে স্বাগতিকরা। তবে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে এই শান্ত অবস্থা বেশিক্ষণ টিকেনি।

১৪তম ওভারে তাসকিনের বোলিংয়ে অধিনায়ক মিরাজ আস্থা রাখেন। তার তৃতীয় বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট। ৩৮ বল খেলে মাত্র ৪ রান করা এই ওপেনারকে সাজঘরে ফেরান তাসকিন, যা বাংলাদেশের জন্য দিনের প্রথম ব্রেকথ্রু।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৫ ওভার শেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে ২৫ রান সংগ্রহ করেছে। ব্যাটিং করছেন মিকাইল লুই (২১) এবং কেসি কার্টি (১)।

বাংলাদেশের বোলাররা এখন পর্যন্ত নিয়ন্ত্রিত লাইন-লেন্থ বজায় রেখে ক্যারিবিয়ানদের চাপে রেখেছে। প্রথম দিনের খেলা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বোলারদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার প্রত্যাশা রয়েছে।

টেস্ট ক্রিকেটের এই ম্যাচে উভয় দলই লড়াইয়ের মানসিকতায় মাঠে নেমেছে। ক্যারিবিয়ানদের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে টাইগারদের বোলিং কৌশল ও ফিল্ডিং দক্ষতা বড় ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *