ডেস্ক রিপোর্ট ॥ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপিসহ দেশের সব রাজনৈতিক সংগঠনের সঙ্গে জামায়াতের গভীর সম্পর্ক রয়েছে। ইসলামী আন্দোলনের দলগুলোসহ সব দলের সঙ্গে সংলাপ অব্যাহত রয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে যারা ঐক্যবদ্ধ হবে তাদের সঙ্গেই জামায়াত নির্বাচনী জোট গঠন করবে।

শুক্রবার (২২ নভেম্বর) মেহেরপুরের ড. শহীদ শামসুজ্জোহা পার্কে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কারের পর সুষ্ঠু নির্বাচন দাবি
গোলাম পরোয়ার বলেন, “রাষ্ট্রের সংস্কার সম্পন্ন হলে এবং নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও নির্বাহী বিভাগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে তবেই নির্বাচন হতে পারে। তবে এই যৌক্তিক সময় কত দিন বা কত বছর হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।”

তিনি শেখ হাসিনার বিচার দাবি করে বলেন, “জনগণই শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে শাস্তি কার্যকর করবে। ৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এর পরও আওয়ামী লীগ ও ছাত্রলীগ জনরোষে টিকতে পারেনি। দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা ও তার স্বজনরা।”

জামায়াতের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত।”

সম্মেলনে অন্যান্য বক্তব্য
জেলা জামায়াত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় পরিষদের সদস্য মোবারক হোসাইন। জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খানের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাহবুব উল আলম, সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা আমির সোহেল রানা, গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলাম, মেহেরপুর পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার এবং গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক।

বক্তারা জামায়াতের আদর্শিক অবস্থান তুলে ধরে সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কর্মী সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *