বরিশাল প্রতিনিধি ॥ আগামীকাল, শনিবার (২৩ নভেম্বর), বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে কওমি মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে অংশগ্রহণ করবেন ইসলামিক জগতের বিখ্যাত ব্যক্তিত্বগণ, যার মধ্যে অন্যতম আওলাদে রাসূল সাইয়্যেদ হাসান আসজাদ মাদানি (ভারত)।

বরিশাল বিভাগীয় কওমি মাদরাসা ঐক্য পরিষদ গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এই মহাসম্মেলনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। পরিষদের সভাপতি হাফেজ মাওলানা তৌফিকুল ইসলাম ও সেক্রেটারি হাফেজ মাওলানা রুহুল আমীনের উপস্থিতিতে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই সম্মেলন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আল্লামা আ. ফ. ম. খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওলাদে রাসূল সাইয়্যেদ হাসান আসজাদ মাদানি এবং চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এছাড়াও বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করবেন দেশের বিশিষ্ট আলেমগণ, যেমন: বেফাকুল মাদারিসিল কওমিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জামিয়া কাসেমিয়া আশরাফুল উলুমের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা জুনায়েদ আল-হাবীব, জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগের মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হুসাইন রাজি এবং জামিয়া রহমানিয়া আরাবিয়ার শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ মহাসম্মেলন ধর্মীয় শিক্ষা, ইসলামের মূল্যবোধ, এবং সামাজিক ঐক্যের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বরিশালের শীর্ষস্থানীয় আলেমগণ এই সম্মেলনে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা তৌফিকুল ইসলাম, হাফেজ মাওলানা রুহুল আমীন, মুফতি জুবাইর বিন নুরুল্লাহ, মুফতি মুনিরুল ইসলাম, হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, হাফেজ মাওলানা মুখলিসুর রহমান, এবং মুফতি শরীফুল ইসলামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

আয়োজক পরিষদের পক্ষ থেকে বরিশালবাসীসহ সকল ধর্মপ্রাণ মানুষের প্রতি মহাসম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *