Oplus_0

আজ (২১ নভেম্বর,২০২৪)  বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সকাল সোয়া ৮টার দিকে তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

এর পর রাষ্ট্রপতি, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানও শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা দর্শনার্থী বইয়ে সই করেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমানবাহিনী ঘাঁটিতে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এদিন পৃথক বাণী প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *