নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ২১ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামাল হোসেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, আত্রাই থানার ওসি সাহাবুদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সরদার মাহমুদ উত্তাল, আত্রাই প্রেস ক্লাবের সভাপতি তপন কুমার সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও কামাল হোসেন বলেন, “আত্রাইকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।” তিনি মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস, জঙ্গিবাদ, এবং চোরাচালানের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। ইউএনও কামাল হোসেন আরো বলেন, মাদক ও বাল্য বিয়ে একটি মারাত্মক সামাজিক সমস্যা, যা প্রতিরোধের জন্য সরকার ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি যোগ করেন, “আমি যোগদানের পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে এবং আমি সকলের সহযোগিতায় এ অবস্থা বজায় রাখার জন্য কৃতজ্ঞ।” তিনি আরও জানান, আত্রাই উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, বিশেষ করে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমন করা হচ্ছে।
এছাড়া, এদিন উপজেলার এনজিও, পরিসংখ্যান, কৃষি ঋণ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভাও অনুষ্ঠিত হয়। বিভিন্ন কমিটির সদস্যরা তাদের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
এ ধরনের সভাগুলো নিয়মিতভাবে অনুষ্ঠিত হওয়ার ফলে আত্রাই উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।